তিন মাস মহাকাশে থেকে, ফিরলেন তিন নভোচারী

তিন মাস মহাকাশে থেকে, ফিরলেন তিন নভোচারী
নিউজ ডেস্ক : সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযানে তিন মাস বা ৯০ দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী।  স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে নভোচারীরা মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন।এর আগে ১৭ জুন ওই তিন নভোচারী পৃথিবী ছাড়েন। এরপর থেকে তারা ভূপৃষ্ঠের ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে তারা নানা পরীক্ষা-নিরীক্ষা চালান।মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে মডিউলে ৯০ দিন অবস্থান করেন নভোচারী নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো। তারা সেখান থেকে শেনঝউ-১২ মহাকাশযানে করে পৃথিবীর উদ্দেশে রওয়ানা দেন।মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে তথ্য পাঠানো, কয়েক ঘণ্টা মহাকাশে হাঁটাসহ বিভিন্ন কাজ করেছেন তিন মহাকাশচারী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা

মাদারীপুরে গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা নিহত