পরীক্ষা শুরু ২ মিনিট পর, তখনও লোকাল বাসে চবি শিক্ষার্থীরা

পরীক্ষা শুরু ২ মিনিট পর, তখনও লোকাল বাসে চবি শিক্ষার্থীরা
 নাহিদ হাসান বলেন, পরীক্ষার ফরমের টাকা জমা দিতে এ সপ্তাহে অন্তত তিনবার শহর থেকে ক্যাম্পাসে এসেছি। প্রতিবারই সারাদিন ঘুরে ফিরতে হয়েছে খালি হাতে। আজও টাকা জমা নেওয়া হয়নি। অথচ পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। এমনিতেই হঠাৎ পরীক্ষার রুটিন দেওয়ায় আমরা প্রস্তুতির সময় কম পাচ্ছি। তার ওপর ফরম পূরণ ও টাকা জমা দেওয়ার জটিলতায় প্রায় প্রতিদিন ক্যাম্পাসে আসতে হচ্ছে। সবকিছুতে ডিজিটালাইজেশন হলেও আমাদের দাফতরিক কার্যক্রমগুলো এখনও পুরাতন নিয়মে হচ্ছে। ফলে পড়াশোনার চেয়েও আমাদের কাছে অনেক জটিল হয়ে উঠেছে চবির অ্যানালগ সিস্টেমে নিজেকে মানিয়ে নেওয়া।চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল  বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা সবার আগে কর্তৃপক্ষের ভাবা উচিৎ। শাটল ট্রেন চালু করা সম্ভব না হলেও পরীক্ষার সময়টা এমনভাবে দিতে হবে, যাতে শিক্ষার্থীদের আসতে সমস্যা না হয়। একজন শিক্ষার্থী যদি বন্দর, পটিয়া বা রাউজান থেকে রওয়ানা হয়, সে কিভাবে সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসে আসবে? রেজাউল হক রুবেল বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করবো, পরীক্ষার্থীদের জন্য হলেও বিশ্ববিদ্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা করতে হবে। যাতে তাদের আসতে দেরি না হয়। অন্যথায় আমরা গতানুগতিক উপায়ে সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনে আন্দোলনে যেতে বাধ্য হবো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা