তৃতীয় দিনের মতো দুদকে জিজ্ঞাসাবাদ চলছে শুভ্রা-রুনাইয়ের 

তৃতীয় দিনের মতো দুদকে জিজ্ঞাসাবাদ চলছে শুভ্রা-রুনাইয়ের 
নিজস্ব প্রতিবেদক : হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সহযোগী ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষ ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইকে তৃতীয় দিনের মতো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এদিন বেলা ১১টার দিকে তাদের সেগুনবাগিচায় দুদক কার্যালয় নিয়ে আসা হয়। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে।গত রোব ও সোমবার তাদের দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১৬ মার্চ দুদকের একটি টিম সেগুনবাগিচা থেকে নাহিদা রুনাই ও ২২ মার্চ বিমানবন্দর থেকে শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া