পানশিরে সংঘর্ষে তালেবানের ৩৫০ সদস্য নিহত: এনআরএফ 

পানশিরে সংঘর্ষে তালেবানের ৩৫০ সদস্য নিহত: এনআরএফ 
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পানশিরে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তালেবানের তীব্র সংঘর্ষ চলছে।শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পানশির প্রদেশটির বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান।এ সময় সংঘর্ষে অনেক এনআরএফ সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।বুধবারই পানশির ঘিরে ফেলার পর থেকেই সেখানে সংঘাত চলছে। তবে পানশিরে তালেবানের জন্য খুব সহজ হচ্ছে না এনআরএফ-কে পরাজিত করা। প্রদেশটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে রেখেছে এনআরএফ।  দুই পক্ষের লড়াইয়ে তালেবানের শতাধিক সদস্যের নিহত হওয়ার দাবিও করেছে এনআরএফ।১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। শেষ এই সীমান্ত প্রদেশ পানশির এখনো তালেবানের দখলে নয়।  পানশিরে হামলার আগে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সেই আহ্বানে সাড়া না দেওয়ায় সংঘাতের পথ বেছে নেয় দুই পক্ষই।  এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি জানিয়েছেন, লড়াইয়ে তালেবানের ৩৫০ সদস্য নিহত এবং অনেকে আটক হয়েছে।  এনআরএফ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।  তালেবান বিরোধীরা তাকিয়ে আছেন, শেষ ভরসা আহমদ মাসউদের দিকেই। এদিকে শেষ পর্যন্ত তার দল লড়ে যাওয়ার এবং তালেবানের কাছে নত না হওয়ার ঘোষণাই দিয়ে আসছেন এই তরুণ নেতা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন