মমেক হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু 

মমেক হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু 
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গে তিনজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এ তথ‍্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।তিনি জানান, মৃত সাতজনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন ও জামালপুরের দু’জন রয়েছেন। এদের মধ্যে তিনজন নারী এবং চারজন পুরুষ।তিনি আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। বতর্মানে হাসপাতালে মোট রোগী ১৯১ জন। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২১ জন এবং হাসপাতালের ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৫৬ জন।ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৬৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৬৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৮১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।প্রসঙ্গত, চলতি আগস্ট মাসে মমেক হাসপাতালে করোনা এবং উপসর্গে মোট ৩৭৮ জনের মৃত্যু হয়। এর আগে জুলাই মাসে মৃত্যু হয়েছিল ৪৮২ জনের।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা