বৃহস্পতিবার ফিরছেন আটকে পড়া বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীরা

বৃহস্পতিবার ফিরছেন আটকে পড়া বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক : তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি ২৯ জন বাংলাদেশির আটকে পড়ার খবর পাওয়া গেছে।  এছাড়া চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ছুটি কাটাতে গিয়েছিলেন।তালেবান দেশটির ক্ষমতা দখলের পর তারাও আটকে পড়েন সেখানে।যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে কাবুলে আটকে পড়া বাংলাদেশের ১৪ নাগরিকের সঙ্গে ওই ১৬০ শিক্ষার্থীর বৃহস্পতিবার ২৬ আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। বিশেষ ওই ফ্লাইট সরাসরি চট্টগ্রামে অবতরণ করার কথা।তবে আটকে পড়া বাংলাদেশি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের পিএবিএক্স অ্যান্ড কন্ট্যাক্ট সেন্টারের প্রধান রাজীব বিন ইসলাম জানিয়েছেন, দেশে ফিরতে হলে তালেবান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনুমতি নিয়ে বিমানবন্দরের দিকে যেতে হয়। সেসব প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলেই দেশে ফেরা নিশ্চিত হবে।শেষ খবর পাওয়া পর্যন্ত, ২০ ঘণ্টার বেশি সময় অনুমতির জন্য কাবুল বিমান বন্দরের বাইরে অপেক্ষা করছেন তারা।  ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসের তত্ত্বাবধানে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম, আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী সংস্থার দপ্তর এবং চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন আটকে পড়াদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা