সাংবাদিক তোয়াব খান হাসপাতালে

সাংবাদিক তোয়াব খান হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রোববার হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) ডা. কায়সার নাছিরুল্লাহ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।মঙ্গলবার (১৭ আগস্ট) ইউনাইটেড হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, গতকাল রাতে তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে ডা. কায়সার নাছিরুল্লাহ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।  এদিকে তোয়াব খানের ভাই ওবায়দুল কবির খান জানান, গতকাল রাতে শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কারণে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। ওনার আগে থেকেই হার্টের সমস্যা ছিল।দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানের বয়স ৮৭ বছর। গত বছর তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তা থেকে মুক্ত হন। কিন্তু তখন থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন।১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা