বুধবার থেকে চলবে ট্রেন 

বুধবার থেকে চলবে ট্রেন 
নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার (১১ আগস্ট) থেকে সীমিত আকারে স্বাস্থবিধি মেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হবে।রোববার (৮ আগস্ট) সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়৷ এর আলোকে বাংলাদেশ রেলওয়ে তাদের ফেসবুক পেজে বুধবার থেকে ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানায়৷এ পোস্টে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়৷ যার মধ্যে রয়েছে- কোনো ভাড়া বাড়ানো হবে না।প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে৷ টিকিট কাউন্টার বন্ধ থাকবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচদিন আগে কেনা যাবে। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণ করতে হবে। টিকিট ও মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা