রাইসিকে আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

রাইসিকে আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তজাতিক ডেস্ক :  ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম রাইসি। ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আলোচনায় বসে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের জন্য কূটনীতির জানালা সবসময় খোলা থাকবে না বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র। বৃহস্পতিবার প্রথম পার্লামেন্ট অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইব্রাহিম রাইসি। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। শপথ নেয়ার পর পার্লামেন্টে রাইসি বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে যেকোন কূটনৈতিক পদক্ষেপকে তিনি সমর্থন করেন। ইরানের ওপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে জোর দেন তিনি। ২০১৫ সালে পরমাণু অস্ত্র সীমিতকরণে ইরানের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্রসহ ৬টি দেশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে ইরান আবারও তার পরমাণু কার্যক্রম শুরু করে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ফের শুরু হয় আলোচনা। তবে গেল কয়েক সপ্তাহ ধরে আলোচনা স্থগিত রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া