বরিশাল প্রতিনিধি : আগামী শনিবার (৭ আগস্ট) বরিশালে ১৫১টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনের ৬৪টি কেন্দ্রে ও জেলার ১০ উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জন করে দেওয়া হবে প্রথম ডোজ টিকা।শুক্রবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ডা. মো. ফয়সাল হাসবুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। যেখানে ১৮ হাজারের মতো নাগরিককে টিকা দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ ২৫০ সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।এদিকে জেলার সিভিল ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলার সব উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ থাকবে। প্রতিটি বুথে দু’জন করে টিকা দেওয়া কর্মী থাকবেন। প্রতিটি বুথে একদিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে। এক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশন ব্যতীত জেলায় আাগামী শনিবার ৫২ হাজার ২০০ জনকে টিকা দেওয়ার কথা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।