১৮ বছর পর পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

১৮ বছর পর পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলে নিউজিল্যান্ড দল যাবে পাকিস্তান সফরে। এর মাধ্যমে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে কিউইরা।আজ বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  চলতি আগস্টে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। এরপর আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে পাকিস্তানের মাটিতে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড।  আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শেষ হবে। পরদিনই কিউইরা যাবে পাকিস্তানে। সেখানে ৩ দিনের কোয়ারেন্টিন শেষে দুই দিন অনুশীলন করবে তারা। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এরপর বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বর। ৩টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৫ সেপ্টেম্বর থেকে, লাহোরে।এর আগে ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল কিউইরা। ওই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে তারা হোয়াইটওয়াশড হয়েছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে হামলার পর সব আন্তর্জাতিক দলের সফর বন্ধ হয়ে যায়।
নিউজিল্যান্ড সিরিজ শেষে সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে যাবে অস্ট্রেলিয়া।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা