যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ এখনই আমেরিকা ও যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় বিষয়ক সমঝোতা বাস্তবায়নে সব সময় প্রস্তুত রয়েছে।রোববার (১৮ জুলাই) তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে ইরান একটি সমঝোতায় পৌঁছেছে।এই সমঝোতা অনুযায়ী প্রত্যেক দেশেরই ১০ জন করে বন্দি মুক্তি দেওয়ার কথা। ইরান আজই এই সমঝোতা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। সূত্র: পার্সটুডে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিয়েনা বৈঠক প্রসঙ্গে বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে। তবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইরানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ কারণে ভিয়েনা আলোচনার জন্য তেহরান আরও বেশি সময় চেয়েছে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে আবারও ভিয়েনা আলোচনা শুরু হবে।ভিয়েনা বৈঠকে ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বন্দি বিনিময় ইস্যুকে রাজনীতির হাতিয়ার করা ঠিক হবে না। ইরান সমঝোতা মেনে আগামীকালই ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি আছে বলে তিনি মন্তব্য করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা