ক্যামেরার চোখে সিলেটজুড়ে ‘কঠোর লকডাউন’

ক্যামেরার চোখে সিলেটজুড়ে ‘কঠোর লকডাউন’
সিলেট প্রতিনিধি : ‘কঠোর লকডাউনে’ সেনাবাহিনী, র‌্যাব-পুলিশের নিয়মিত টহলে সিলেট কার্যত ফাঁকা ছিল। সেইসঙ্গে নগর ও উপজেলাগুলোতে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘লকডাউন’ বাস্তবায়নে মাঠে ছিলেন।সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরিসেবা, পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত কোনো গাড়ি চলতে দেওয়া হয়নি।বৃহস্পতিবার (০১ জুলাই) নগরময় এমন চিত্র পরিলক্ষিত হয়েছে। দিন শেষে বাংলানিউজের ক্যামেরায় ধারণকৃত সেসব দৃশ্য দেখুন ফটোস্টোরিতে। নগরের কোর্ট পয়েন্টে সেনা সদস্যদের জেরার মুখে এক মোটরসাইকেল আরোহী ও পিকআপ ভ্যানচালক।করোনা থেকে সুরক্ষায় জনসাধারণকে সচেতন করতে হ্যান্ড মাইক হাতে সতর্কতামূলক প্রচারণায় সেনা সদস্যরা।সেনাবাহিনীকে অতিক্রম করার পর ঘামে ভিজে যাওয়া মাস্ক মুখ থেকে সরিয়ে নিচ্ছেন এক রিকশাচালক।‘লকডাউন’ অমান্য করে সড়কের পাশে একটি রেস্তোরাঁয় বসিয়ে খাওয়ানোর দায়ে জরিমানা করছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়া হোসেন ইমন ও শাম্মা লাবিনা অর্ণব।মানুষের চলাচল ঠেকাতে সিলেট নগরে টহল দিচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অলিতে-গলিতে অভিযান চালায়।নগরের টিলাগড়ে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।বৃহস্পতিবার সারাদেশের মতো সিলেটেও সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনীর একটি প্লাটুন পাঁচটি গ্রুপে ভাগ হয়ে জেলা প্রশাসনের কার্যালয় থেকে টহলে বের হয়। প্রতিটি টিমে ছিলেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেইসঙ্গে র‌্যাব-৯ এর টহল টিম নগরে চষে বেড়াচ্ছে। পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছেন।  সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা অর্ণব  বলেন, মহানগর এলাকায় চারটিসহ ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।  সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন বলেন, দিনভর অভিযানে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘লকডাউন’ না মানায় লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া