অর্থ আত্মসাৎ: বিডিডিএল নতুনধারার এমডির স্বীকারোক্তি

অর্থ আত্মসাৎ: বিডিডিএল নতুনধারার এমডির স্বীকারোক্তি
আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। ১১ গ্রাহকের কাছ থেকে ১০ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আজিজুল কবীর নামে এক ব্যবসায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বাদী আজিজুল কবীর বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের একজন গ্রাহক। তিনি জমি বাবদ মোট ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকা সম্পূর্ণ পরিশোধ করেন। বাদীসহ অন্য ১০ জন গ্রাহক ২০০৬ সালে বিডিডিএল নতুনধারা হাউজিং প্রজেক্টে ১১টি ফাইলে প্লটের বুকিং দেন এবং মোট ১৩৭ কাঠা জমি বাবদ সর্বমোট ১০ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন।

চুক্তিপত্রের শর্ত মোতাবেক, ২০১১ সালের জুলাই মাস থেকে সব অবকাঠামো এবং বাউন্ডারি ওয়ালসহ বাদী ও অন্য ক্রেতাদের বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের এমডি হাবিবুল হক তা বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এরপর মামলার বাদী জানতে পারেন, ২০১৪ সালে হাবিবুল হকসহ অন্য আসামিরা কোম্পানির অন্যান্য পরিচালকদের স্বাক্ষর ও টিপসই জালিয়াতি করে নিজেদের নামে শেয়ার নিয়ে নেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া