গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁজ কিশোরকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১২ জুন) দিনগত রাতে অভিযানে তাদের আটক করা হয়।তাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। গ্রেফতার পাঁচ কিশোর হলো-গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গাল গাছ এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (১৬), ভূরুলিয়া তিনরাস্তার মোড় এলাকার মো. সেলিমের ছেলে সাজ্জাদ রহমান সাব্বির (১৮), ময়মনসিংহের ত্রিশাল থানার ভাটিনাগরা এলাকার হাসান আলীর ছেলে ইমতিয়াজ আহমেদ (১৬), দক্ষিণ ছায়াবিথী এলাকার রাশেদুল আলম হৃদয় (১৬) ও একই এলাকার মানিক মাহবুবের ছেলে সাজেদুল করিম চৌধুরী (১৫)।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) মো. জাকির হাসান জানান, দক্ষিণ ছায়াবিথী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল ওই কিশোররা। খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ওই ৫ কিশোরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লম্বা চাপাতি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে রোববার (১৩ জুন) সকালে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।