পাটগ্রামে গণভবনের লোক পরিচয়ে প্রতারণা, আটক ৫

পাটগ্রামে গণভবনের লোক পরিচয়ে প্রতারণা, আটক ৫
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে গণভবনের লোক পরিচয় দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু পাচারের প্রস্তাব করায় ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১১ জুন) রাতে বিজিবি মামলা দিয়ে আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করেন।আটকরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোবারক গোনা এলাকার আলাউদ্দিন ভূঁইয়া সাগর (৫০), ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলার উচ্চালিয়াপাড়া এলাকার আশরাফ উদ্দিন (৫০), রাজবাড়ি সদর উপজেলার পশ্চিম ভবানীপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজিজুল হক (৪৮), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আক্তার উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৩) ও বরিশালের আগোইলঝড়া থানার বারাক এলাকার সাত্তার হোসেনের ছেলে রফিক মিয়া (৩৫)।পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শুক্রবার দুপুরে উপজেলার পানবাড়ী বিজিবি ক্যাম্পে গিয়ে ৫ ব্যক্তি নিজেদের গণভবনের কর্মচারী পরিচয় দেন। এ সময় ক্যাম্প কমান্ডারকে বলেন, ভারত থেকে আমাদের কিছু গরু আসবে তাই সহায়তা করতে হবে। একইভাবে বিজিবির ব্যাটালিয়ন কমান্ডারের মোবাইলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দাবি করে শেখ যুবরাজ নামে অপর একজন বার্তা পাঠিয়ে ভারতীয় গরুগুলো পাচারে তাদের লোকদের সহায়তা করতে নির্দেশ দেন। এ ঘটনায় লুনা হুমায়ন পারভীন নামে এক নারী নিজেকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য পরিচয় দিয়ে মোবাইল ফোনে ক্যাম্প কমান্ডারের কাছে তদবির করেন।এমন ঘটনায় বিজিবির সন্দেহ হলে ব্যাপক অনুসন্ধান চালান। গণভবন বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নয়, এরা সবাই ভুয়া ও প্রতারক সন্দেহ হওয়ায় তাদের আটক করে বিজিবি। এ ঘটনায় শুক্রবার রাতে ৭ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে আটক ৫ জনকে পুলিশে সোপর্দ করে বিজিবি। এ মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি ওমর ফারুক।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি