গাইবান্ধায় বর্ষার আগেই ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন

গাইবান্ধায় বর্ষার আগেই ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন
বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে সৃষ্ট বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে তীরবর্তী বসতবাড়ি। ভুক্তভোগীরা যতটা সম্ভব বাড়িঘর, গাছপালা সরিয়ে অন্যত্র আশ্রয় নিতে দিনরাত নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকে জীবন-সম্পদের ঝুঁকি নিয়ে নদীর পাড়েই বসবাস করছেন। স্থানীয়রা জানান, বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে নদীর পাড় ভাঙতে শুরু করে। গত সাত থেকে আট দিনে ৬০ থেকে ৮০ ফুট তীর নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা শুরুর আগেই যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে বর্ষায় পরিস্থিতি কতটা ভয়াবহ হবে, তা ভাবতেই পারছেন না। আতঙ্কে নদী তীরবর্তী অনেকে পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন।মোল্লারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাই মণ্ডল  জানান, প্রতি বছর বর্ষা-বন্যায় এলাকার শত-শত মানুষ বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ বছর বর্ষার আগেই যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে আমরা আতঙ্কিত। ভাঙনরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, নদী ভাঙন রোধে জিও ব্যাগ (বালু ভর্তি বিশেষ ব্যাগ) ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন