টিকার মূল্য প্রকাশ: বেইজিংয়ের ক্ষোভ প্রশমিত করেছে ঢাকা

টিকার মূল্য প্রকাশ: বেইজিংয়ের ক্ষোভ প্রশমিত করেছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক : চীন থেকে দেড় কোটি সিনোফার্ম টিকার ক্রয়মূল্য প্রকাশ নিয়ে দেশটির সঙ্গে সম্পর্কের টানাপড়েন দেখা দেয় ঢাকার। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বেইজিং।টিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে নতুন সংকটে পড়ে বাংলাদেশ। চেষ্টা চলতে থাকে আলোচনার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার। বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক আলোচনার পর বিষয়টি এখন অনেকটা প্রশমিত।চীন থেকে দেড় কোটি টিকা কেনার অন্যতম শর্ত ছিল এই টিকার মূল্য প্রকাশ করা যাবে না। তবে বাংলাদেশ প্রতিডোজ টিকা ১০ ডলার করে কিনতে যাচ্ছে, এই খবর প্রকাশ হয়ে যায়। মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এই টিকার মূল্য গণমাধ্যমে চলে আসে। পরে এ নিয়ে রীতিমতো বেইজিং ক্ষুদ্ধ হয়। কেননা একই টিকা শ্রীলঙ্কার কাছে চীন ১৪ ডলার আর ইন্দোনেশিয়ার কাছে ১৭ ডলারে বিক্রি করছে। বাংলাদেশকে কম মূল্যে টিকা দেওয়ায় এসব দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দিতে পারে বলে আশঙ্কা বেইজিংয়ের।টিকার মূল্য প্রকাশ হওয়ায় নাখোশ হয় চীন। পরে ঢাকার পক্ষ থেকে বেইজিংয়ের কাছে দুঃখপ্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও ঢাকার চীনা দূতাবাসে চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করা হয়।এদিকে চীনের টিকা আনার বিষয়ে যেসব দলিলে সই করার কথা ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় শুরুতেই ভুল করে। টিকা আনতে চীনা ভাষার অংশে ভুল করে সই করে পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে আবারও কাগজপত্র ঠিক করে পাঠানো হয়। এ নিয়ে শুরু থেকেই বিরক্ত ছিল চীন। এরই মধ্যে টিকার মূল্য প্রকাশ হয়ে পড়ায় পর নতুন করে ক্ষুব্ধ হয় দেশটি।টিকার মূল্য প্রকাশের পর ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ৫ জুন ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে জানান, গণমাধ্যমের তথ্য যদি সঠিক হয়, তবে বাংলাদেশের পক্ষ থেকে কেন শুধু মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে! এটা বলা বাহুল্য প্রথমত, এখন পর্যন্ত সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কোনো চুক্তি হয়নি।দ্বিতীয়ত, এটি চীনা সরকার নয়, বরং এটি সিনোফার্ম এবং বাংলাদেশের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি। আর আমরা আশা করি যে, আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা আগের (নির্ধারিত) তারিখে প্রয়োজনীয় টিকা পাবেন।টিকার মূল্য প্রকাশের পর বিষয়টি নিয়ে চীনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে। এটা নিয়ে রীতিমতো দুঃখপ্রকাশ করে চীনকে প্রশমিত করতে হয়েছে।এদিকে চীন বাংলাদেশকে ইতোমধ্যেই ৫ লাখ সিনোফার্ম টিকা উপহার দিয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে আরো ৬ লাখ টিকা উপহার দেবে চীন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া