জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে পিটিয়ে হত্যা
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সাহাবুদ্দিন ভাঙ্গীকে (৫৫) হত্যা করেছেন ছোট ভাই সাজদার রহমান (৪০)।শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার কলিগ্রামে এই ঘটনা ঘটে।এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।নিহত সাহাবুদ্দিন ভাঙ্গী উপজেলার কলিগ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। তার সঙ্গে ছোট ভাই সাজদার রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে মারামারি হলে বড় ভাই সাহাবুদ্দিন ভাঙ্গী আহত হন। তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে।অভিযুক্ত ছোট ভাই সাজদার রহমান বলেন, ওয়ারিশ হিসেবে পাওয়া আমার জমিতে বড় ভাই বাড়ি করতে দিচ্ছিলেন না। শনিবার এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই, তার স্ত্রী, দুই ছেলে তার ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেন। এই দৃশ্য দেখে বড় ভাই স্ট্রোক করে মারা যান বলে দাবি করেন।রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মোয়াজ্জেম হোসেন  বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা