ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়লো ভারত

ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়লো ভারত
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারতে ফের সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড গড়লো ভারত। ভারতে বেশ কিছুদিন ধরে কমছে করোনার দৈনিক সংক্রমণ।যা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। তবে, সংক্রমণ কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫শ ৩০ জনের, যা এখনও পর্যন্ত রেকর্ড। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২শ ৮১ জনের।গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২শ ৪৬ জন। করোনা আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৩শ ৪৬ জন। ১০-১৬ মে থেকে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে আগের ৩ সপ্তাহের তুলনায়। এই প্রথমবার দ্বিতীয় ওয়েভের সংক্রমণের পর দেশটির বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গেছে।এদিকে স্বস্তির খবর হলো, ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৮শ ৫৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২১ হাজার ৮২২ জন। দেশে সুস্থতার হার ৮৫ দশমিক ৬ শতাংশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি