ত্রাণের ট্রাকও আটকে দিল ইসরায়েল

ত্রাণের ট্রাকও আটকে দিল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : গাজার কেরেম শালোম সীমান্তে মঙ্গলবার ফিলিস্তিনিদের জন্য ত্রাণের প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল। কিছুক্ষণের জন্য খুলে দিলে বেশকিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলে আবারও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ পৌঁছানোর জন্য সাময়িকভাবে কারেম আবু সালেম সীমান্ত খুলে দিয়েছিল ইসরায়েলি কো–অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট)। এরপর সেখান দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই মর্টার হামলায় এক ইসরায়েলি সেনা সামান্য আহত হওয়ার অজুহাত দেখিয়ে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় কোগাট।এক বিবৃতিতে কোগাট বলেছে, কারেম সালেম ক্রসিংয়ের দিকে মর্টার বোমা হামলার পর বাকি ট্রাকগুলোর প্রবেশ বন্ধের সিদ্ধান্ত হয়েছে।এমন খবরে অসহায় ফিলিস্তিনিদের উৎকণ্ঠা ওষ্ঠাগত। কারণ কারেম আবু সালেম সীমান্ত দিয়েই ফিলিস্তিনে বেশিরভাগ পণ্য আসে।এ বিষয়ে নরওয়েজিয়ান রিফুজি কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক মিডিয়া উপদেষ্টা কার্ল স্কেমব্রি আল জাজিরাকে বলেন, কারেম আবু সালেম ও বেইত হ্যানুন ক্রসিং বন্ধ রাখা হলে গাজার দম বন্ধ হওয়ার অবস্থা হবে। এতে জরুরি মানবিক সহায়তা ব্যাহত হবে। সীমান্তগুলো খোলা রাখা খুবই প্রয়োজন। এছাড়াও অসহায় লোকগুলোর কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অস্ত্রবিরতি প্রয়োজন বলেও উল্লেখ করেন কার্ল স্কেমব্রি। এদিকে, গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করেছে ফ্রান্স। এই ইস্যুতে ভোটাভুটির ডাকও দিয়েছে দেশটি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কার্যালয় থেকে একথা জানানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া