ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আট দিন ধরে হামলা চালানোর পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সহিংসতা বন্ধের বিষয়ে মিসরসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।এদিকে ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সহিংসতা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত গাজায় ২১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬১ জন শিশু। অন্যদিকে ইসরায়েলে মারা গেছে ১০ জন। তাদের মধ্যেও দুই শিশু রয়েছে।যদিও ইসরায়েলের দাবি, গাজায় যারা মারা গেছে, তারা জঙ্গি এবং কোনো বেসামরিক নাগরিক মারা গিয়ে থাকলে, সেটা অনাকাঙ্ক্ষিত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা