ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে কচ্ছপ গতি

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে কচ্ছপ গতি

একই পিকআপের যাত্রী মুন্নি আক্তার জানান, একদিকে রোদ অন্যদিকে যানবাহনের চাপ। ১০ মিনিটের রাস্তা পারি দিতে আধাঘণ্টা লেগে যাচ্ছে। এভাবে টানা ঘণ্টার পর ঘণ্টা পিকআপ ভ্যানে দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে।  বগুড়াগামী ট্রাকের যাত্রী আব্দুর রহমান জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি ঢাকা থেকে মির্জাপুর এসেছেন ভেঙে ভেঙে। সেখান থেকে সকাল ১১টায় বগুড়ারগামী একটি ট্রাকে উঠেছেন ৭০০ টাকা ভাড়া মিটিয়ে। এখন পর্যন্ত তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গা পার হতে পারেননি।এদিকে বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি ছাড়াও শতশত মোটরসাইকেলও চলছে এই মহাসড়কে। কোন যানবাহন না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এসব মোটরসাইকেলেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকে।  সিরাজগঞ্জের হটিকমরুলগামী মোটরসাইকেলের যাত্রী মাসুদ রানা জানান, তিনি এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে হটিকমরুল মোড় পর্যন্ত এক হাজার টাকা ভাড়া মিটিছেন। এখন মোটরসাইকেল চালক আরেক জন যাত্রীর জন্য অপেক্ষা করছেন। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) ইয়াসির আরাফাত জানান, ঈদের কারণে এই মহাসড়কে স্বাভাবিকের তুলনায় চারগুন যানবাহন চলাচল করছে। এ কারণে সিরাজগঞ্জের দিকে যানাবাহন টানতে না পারায় টাঙ্গাইল অংশে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক