গঙ্গায় ভেসে আসা মরদেহগুলো বাংলাদেশের জন্য আতঙ্কের কি না সে বিষয়েও চলছে জোর আলোচনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব মরদেহ ভেসে বাংলাদেশে আসার সম্ভাবনা নেই।
নদী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত গতকাল মঙ্গলবার বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী এগুলো করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষেরই লাশ। করোনা ভাইরাস এখন পর্যন্ত পানি বাহিত নয় বলে জানা যাচ্ছে। তাই বাংলাদেশের এ নিয়ে কোনো ভয় নেই। তিনি বলেন, এখন লাশগুলো গঙ্গা নদীর পানিতে ভেসে আসবে কি না সেটাই হচ্ছে প্রশ্ন। দুই দেশের মধ্যে গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ রয়েছে। সেহেতু লাশগুলো বাঁধেই আটকা পড়বে এটাই স্বাভাবিক। ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য থেকে করোনায় মৃত ব্যক্তিদের লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আর গঙ্গা নদীর বিভিন্ন পয়েন্ট লাশগুলোর সন্ধান মিলছে। তাই হয়তো স্থানীয়ভাবে লাশগুলো তুলে সত্কারের ব্যবস্থা হবে। আর ফারাক্কা বাঁধ থাকায় বাংলাদেশে ভেসে আসার সম্ভাবনা নেই।