কাবুলে স্কুলে বোমা বিস্ফোরণে নিহত ৪০

কাবুলে স্কুলে বোমা বিস্ফোরণে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে একাধিক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।এ ঘটনায় আরও প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।শনিবার (৮ মে) রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর থেকে এ তথ্য জানা যায়।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন,স্থানীয় সময় শনিবার (৮ মে) বিকেলে কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে আসার সময় বোমা বিস্ফোরনের ঘটনা  ঘটে।
গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্কুলটির সামনের রাস্তায় শিক্ষার্থীদের রক্তের পাশাপাশি ব্যাগ আর বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় লোকজন রক্তাক্ত শিক্ষার্থীদের উদ্ধার করতে এগিয়ে আসেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এ বিষয়ে জানান,বোমা বিস্ফোরনের ঘটনায় অন্তত ২৫ জন মারা গেছে। বিস্ফোরণের উদ্দেশ্য কিংবা কাণ কিংবা সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।সরকারিভাবে ২৫ জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অন্তত ৪০ বলা হচ্ছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগীর নাজারি বলেন,বিস্ফোরণের পর আহত অন্তত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্কুলে বিস্ফোরণের ঘটনায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলেও জানা যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া