চট্টগ্রামের ‘কালা ভুনা’ বিদেশি ক্রিকেটারদেরও প্রিয়: তামিম

চট্টগ্রামের ‘কালা ভুনা’ বিদেশি ক্রিকেটারদেরও প্রিয়: তামিম
স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলিকে একবার প্রশ্ন করা হয়েছিল- এই যে বিভিন্ন দেশে গিয়ে ক্রিকেট খেলেন, খাবার দাবারের সমস্যা হয় না?  জবাবে সৌরভ বলেছিলেন, পৃথিবীর সব দেশেই এখন ভারতীয় খাবার পাওয়া যায়। তাছাড়া বিশ্বের নানা দেশে এখন নানা খাবার রয়েছে যা আনায়াসেই খাওয়া যায়। বিভিন্ন দেশের খাবার এখন ক্রিকেটারদের বেশ প্রিয়। খেলার কারণে নানান দেশে ঘুরতে হয় এখন পেশাদার ক্রিকেটারদের। মানিয়ে নিতে হয় বিভিন্ন দেশের খাদ্যাভাসের সঙ্গে। একেক অঞ্চলের একেক দেশে খাদ্যাভাস হয়ে থাকে একেক রকম। উপমহাদেশে যেমন অধিক মশলাদার খাবারের চাহিদা বেশি তেমনি অন্য দেশে আবার সাদা খাবারই বেশি খেতে হয় ক্রিকেটারদের।
এসবের সঙ্গে মানিয়ে নিতে সাধারণত খুব একটা সমস্যা হয় না তাদের। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যেমন কালা ভুনার খোঁজ করেন বিদেশি ক্রিকেটাররা। শুধু তাই নয়, চামচের বদলে বাংলাদেশিদের মতো হাত দিয়েই খাওয়ার চেষ্টা করেন তারা।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর আয়োজন ক্রাঞ্চ টাইম। যেখানে নিজের খাদ্যাভাস নিয়ে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

পাশাপাশি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা রাঁধুনির নামও। তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলাদেশের কোন খাবারটি তিনি বিদেশি ক্রিকেটারদের বিশেষ আগ্রহের সঙ্গে খাওয়াতে চান। উত্তরটা খানিক ঘুরিয়ে দিয়ে তামিম বলেন, ‘যখন চট্টগ্রামে বিপিএলের খেলা হয়, তখন অনেক বিদেশি খেলোয়াড় কালা ভুনা খেতে চায়। এটা বেশ ঝাল। তবে সবাই একটা জিনিস চেষ্টা করে, তা হলো হাত দিয়ে খেতে চায় ওরা।

তামিম নিজে যখন বাইরে যান, তখন কোন দেশের খাবার বেশি পছন্দ তার? তামিমের উত্তর, ‘লন্ডন এবং দুবাই। লন্ডনে আপনি সবধরনের খাবার পাবেন। দুবাইয়েও ভিন্ন ভিন্ন সংস্কৃতির খাবার পাওয়া যায়। এমন শহরগুলো আমার ভালো লাগে। লন্ডনের চায়না ট্যাঙ আমার প্রিয় রেস্তোরাঁ।

ভোজনরসিক হলেও যখন ফর্মে থাকেন তখন নিজের খাদ্যাভ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন তামিম। এমনকি ভালো ইনিংস খেললেও নিজেকে কোনো পুরস্কার দেন না তিনি। তামিম বলেন, আমি যখন রান করি তখন অনেক খুশি থাকি। তখন কঠোর ডায়েট মেনে চলি।

এ সময় সতীর্থদের মধ্যে সেরা রাঁধুনির কথা জিজ্ঞেস করা হলে তামিম বলেন, আমরা যখন লম্বা সফরের জন্য বাইরে যাই তখন হোটেলে রান্নার ব্যবস্থা থাকে। আমাদের দলে একসঙ্গে রান্না করার একটি রীতি আছে।

‘ইমরুল কায়েস আমাদের প্রধান রাঁধুনি। তবে ইমরুল দলে না থাকলে এ দায়িত্ব তুলে নেন মুশফিকুর রহীম। সেও দারুণ রাঁধুনি। অনেক ভালো মুরগি রান্না করতে পারে। আমরা সাধারণত খিচুড়ি, মুরগি এবং হরেক রকম ভর্তা বানাই। দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকাসহ অনেক সফরে এমন করেছি আমরা’ বলেন তামিম।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নুর ও হাসান মামুনের মনোনয়ন বৈধ, বাতিল ২ স্বতন্ত্র প্রার্থীর

মেট্রোরেলের নকশায় ত্রুটি ও নিম্নমানের কারণে খুলে পড়ে বিয়ারিং প্যাড