শ্রমিক দিবসে সাভারে সমাবেশ ও র‌্যালি

শ্রমিক দিবসে সাভারে সমাবেশ ও র‌্যালি
সাভার (ঢাকা): পহেলা মে উপলক্ষে শ্রমিকদের কল্যাণে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় সমাবেশ ও র‌্যালি করেছে কয়েকটি সংগঠন। শনিবার (০১ মে) সকালে সাভারের রানা প্লাজার সামনে ও আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের জীবনের সুরক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ঈদ বোনাস, ঝুঁকি ভাতা, রেশনিং ও বেতন ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া শিল্প অঞ্চলগুলোতে শ্রমিক ও শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা করার দাবি জানান তারা।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে এক কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন-গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন আহমেদ, সায়েম সিকদার, সদস্য সচিব অরবিন্দু বেপারি বিন্দু, যুগ্ম সদস্য সচিব কবির হোসেন ও আনিসুর রহমানসহ আরও অনেকই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক