আরমানিটোলায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫

আরমানিটোলায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫
ঢাকা: পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা দিয়ে দাঁড়ালো পাঁচ জনে।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন শাফায়াত (৩৫) রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেনতিনি আরও জানান, আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ১৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজন আইসিইউতে আছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন