৬৮ কেজি গাঁজাসহ ৩ মাদকবিক্রেতাকে পুলিশে দিলো স্থানীয়রা

৬৮ কেজি গাঁজাসহ ৩ মাদকবিক্রেতাকে পুলিশে দিলো স্থানীয়রা
কুড়িগ্রাম প্রতিনিধি  : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।আটকরা হলেন- উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা দোলা মাঝিটারী গ্রামের রাজেন বিশ্বাসের ছেলে রঞ্জিত বিশ্বাস (৩৫), মানিক উদ্দিনের ছেলে শাহ আলম (৩৮) ও নুর ইসলামের ছেলে বাবু মিয়া (২৮)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাদককারবারির একটি দল উপজেলার ডায়নার পাড় থেকে কালিগঞ্জ নৌকা ঘাট যাওয়ার পথে কুকুরের ঘেউ ঘেউ শব্দে স্থানীয়রা মাদককারবারিদের উপস্থিতি বুঝতে পারে। পরে তারা মাদককারবারিদের দলকে ধাওয়া দিলে আটক তিনজন বাদে বাকিরা কৌশলে পালিয়ে যায়।  এ সময় স্থানীয়রা ৬৮ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির  জানান, আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন