ডি-৮ ফোরামকে আরও শক্তিশালী করা হবে

ডি-৮ ফোরামকে আরও শক্তিশালী করা হবে
 নিজস্ব প্রতিবেদক : ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়ে এই ফোরামকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শেষে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ শীর্ষ সম্মেলনের আলোচনা তুলে ধরে ড. মোমেন বলেন, এবারের সম্মেলন থেকে বাংলাদেশ ডি-৮ এর চেয়ার মনোনীত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছর এই চেয়ারের দায়িত্ব পালন করবেন। এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বে আরও উজ্জ্বল হবে।তিনি বলেন, ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকট সমাধানে তিনি সহযোগিতা প্রত্যাশা করেছেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চাই। একই সাথে এসব দেশের তরুণদের জন্য বিভিন্নভাবে কাজ করতে চাই।বৃহস্পতিবার বিকেলে ভার্চ্যুয়ালি আয়োজিত ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ ডি-৮ সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর এই ফোরামের চেয়ারের দায়িত্ব পালন করবে। এবারের শীর্ষ সম্মেলন থেকে  বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করেছে।ডি-৮ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল পরিবর্তনশীল বিশ্বে অংশীদারত্ব: যুবশক্তি ও প্রযুক্তির প্রস্তুতি।আন্তর্জাতিক এই ফোরামের সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে অনুষ্ঠিত প্রথম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন। বাংলাদেশ ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলনটি সফলভাবে আয়োজন করেছিল। এবার দশম ডি-৮ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা

মাদারীপুরে গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা নিহত