লজ্জার হার দিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ

লজ্জার হার দিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঘুরে ফিরে আবারো সেই লজ্জার হার। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়ে আবারো একটি সিরিজ শেষ করলো বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০ ওভারও ব্যাট করতে পারেনি। ফলে বরণ করতে হয়েছে ৬৫ রানের বিশাল পরাজয়। অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য অর্ধেকে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলা করে মাত্র ৩ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফিন অ্যালেন। মাত্র ২৯ বলের মোকাবেলায় ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ১টি চার ও ৫টি ছক্কায় ১৯ বলে ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে সব বোলারই ছিলেন খরুচে। একটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ও ওপেনার লিটন দাস গোল্ডেন ডাকের শিকার হন। তার আগে দল হারায় সৌম্য সরকারকেও। নাঈম শেখ ভালো করার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। নাঈমের ১৩ বলে ১৯ ও সৌম্যর ৪ বলে ১০ রানের দুই আশা জাগানিয়া ব্যর্থ ইনিংস ছাড়া দুই অঙ্কের রান দেখেছেন কেবল মোসাদ্দেক হোসেন সৈকত। শেষপর্যন্ত ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। কিউইদের পক্ষে টড অ্যাসেল চারটি এবং টিম সাউদি তিনটি উইকেট শিকার করেন। এই পরাজয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৪১/৩ (১০ ওভার)
অ্যালেন ৭১, গাপটিল ৪৪, ফিলিপস ১৪
শরিফুল ২১/১, তাসকিন ২৪/১, মেহেদী ৩৪/১
বাংলাদেশ : ৭৬/১০ (৯.৩ ওভার)
নাঈম ১৯, মোসাদ্দেক ১৩, সৌম্য ১০
অ্যাসেল ১৩/৪, সাউদি ১৫/৩
ফল : নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন