জাহানারার জন্মদিনে শুভেচ্ছা জানালেন আইসিসি

জাহানারার জন্মদিনে শুভেচ্ছা জানালেন আইসিসি

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলমের ২৮তম জন্মদিন বৃহস্পতিবার । ১৯৯৩ সালে খুলনা জেলায় আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক টুইটে তারা জানায়, শুভ জন্মদিন জাহানারা আলম! ২০১৮ সালের জুনে প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলে প্রথম একাদশ থেকেই যুক্ত এই তারকা নারী ক্রিকেটার। ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে অভিষেক লাভ করেন তিনি। এ ছাড়া ২০১২ সালের ২৮ আগস্ট মেলবোর্নে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জাহানারা আলমের। এখন পর্যন্ত দেশের হয়ে ৩৭ ওয়ানডে এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। যেখানে ৫০ ওভারের ম্যাচে উইকেট নিয়েছেন ৩৩টি। এ ছাড়া ২০ ওভারের ম্যাচে উইকেট শিকার করেছেন ৫৫টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং হচ্ছে যথাক্রমে ৩/২১ ও ৫/২৮।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া