মিয়ানমারে সশস্ত্র দিবসে পুলিশের গুলিতে নিহত ১১৪

মিয়ানমারে সশস্ত্র দিবসে পুলিশের গুলিতে নিহত ১১৪

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে এই হতাহতের ঘটনা ঘটলো। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, মান্দালয়ে, ইয়াঙ্গুন, ইনসেরিন, লাসিও, বাগোসহ বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান দেশটিতে আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। এদিকে, সামরিক জান্তা হত্যা অব্যাহত রাখলে তার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং দেশটিতে আবারও নির্বাচন দেয়ার অঙ্গীকার করেন। জান্তা সরকার মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, দাবি আদায় করতে স্থিতিশীলতা ও নিরাপত্তায় প্রভাব ফেলে এমন সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা