মওদুদ আহমদের মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

মওদুদ আহমদের মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।মঙ্গলবার (১৬ মার্চ) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ মহান স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্লেষণমূলক তথ্যবহুল বাংলায় এবং ইংরেজিতে বই লিখেছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি আরও বলেন, মওদুদ আহমদের মৃত্যুতে আমি একজন প্রিয় বন্ধুকে হারালাম। আর দেশ একজন অভিজ্ঞ আইনবিদ, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। ব্যারিস্টার মওদুদ আহমদের মুত্যুতে বাংলাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন মানবিক, সদা হাস্যউজ্জল ও মহৎ মনের অধিকারী। ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা