গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন
 নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে জাকির হোসেনের ভাড়া বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।এঘটনায় মামুন মিয়া (৩২) তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও ছেলে সাকিন মাহামুদ (৫) আগুনে দগ্ধ হয়।  জানা যায়, কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় জাকিরের ভাড়া বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ভাড়াটিয়া মামুন মিয়ার রুমের দরজাসহ দুই পাশের দেয়াল বাহিরের দিকে ধসে পড়ে।বিকট শব্দ পেয়ে লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দগ্ধ মামুন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। তার ছেলে সাকিন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, সেফটি টেংকির উপর রান্না ঘর ছিলো। ভোরে রান্না করতে গেলে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

ফরিদপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল