ভারতে ভবন ধস নিহত ২, আহত বহু, এখনও আটকা অনেকে

ভারতে ভবন ধস নিহত ২, আহত বহু, এখনও আটকা অনেকে

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে দুই জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। মোট ৬০ জনকে উদ্ধার করা হলেও এখনও ১৮ জন ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ রায়গড়ের কাজলপুর এলাকার ওই বহুতলটির একাংশ আচমকা ধসে পড়ে। ভবনটিতে ৪০টি ফ্ল্যাট রয়েছে।

জানা গেছে কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় দফায়-দফায় বৃষ্টি চলছে। সোমবারও ভারী বৃষ্টি হয় রায়গড় জেলার বিভিন্ন এলাকায়। প্রবল বৃষ্টির জেরেই পুরোন ওই বাড়িটির একাংশ ধসে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই এদিন দ্রুত ঘটনাস্থলে চলে যান দমকল ও পুলিশকর্মীরা।স্থানীয়দেরও বেশ কয়েকজন উদ্ধারকাজে হাত লাগান। ভবনটি ধসে পড়ার পরই বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম