স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই লিওনেল মেসির বার্সেলোনাকে বিদায় করে দিয়েছে পিএসজি। কিন্তু তাতে কি, বার্সার বিদায়ের ঘণ্টা বাজানোর অন্যতম হোতা কিলিয়ান এমবাপ্পে ঠিকই আর্জেন্টাইন মহাতারকার প্রতি সম্মান প্রদর্শন করলেন। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের ব্যবধানে জেতার পর, পিএসজির ফরাসি ফরোয়ার্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাচে তার সঙ্গে মেসির এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনের জায়গায় সম্মান প্রদর্শনমূলক দুটি ইমোজি ব্যবহার করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এমবাপ্পের এমন ছবি পোস্টের আবার অন্য মানেও খুঁজে নিচ্ছেন অনেকে। কারণ চলতি মৌসুম শেষে বার্সা ছাড়ার জোর সম্ভাবনা আছে মেসি। ফলে এই ছবির মাধ্যমে বর্তমান সময়ের সেরা ফুটবলারের সঙ্গে খেলার আগ্রহের কথাই এমবাপ্পে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন বলে অনেকের মত। তবে এবারই যে প্রথম কোনো কিংবদন্তির প্রতি সম্মান দেখালেন এমবাপ্পে, তা কিন্তু নয়। এর আগে তিনি পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের এক ম্যাচের পর ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন। ছবির ক্যাপশনে মুকুট এবং সর্বকালের (GOAT) সেরার ইমোজির পাশাপাশি ‘আইডল’ লেখা ছিল। রোনালদোকে আদর্শ হিসেবে মানার কথা বেশ কয়েকবার নিজেই জানিয়েছেন এমবাপ্পে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।