ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, আহত ৫ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, আহত ৫ 
 মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বালুয়াকান্দি এলাকায় আনিম পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগার এ ঘটনা ঘটে।  গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান জানান, বাসটি ফেনী থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। পথে চলন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডারের লাইনে লিক হয়ে স্পার্ক করে আগুন ধরে যায় বাসটিতে। এরপর চালক বাসটিকে মহাসড়কের পাশে নিয়ে থামিয়ে দেয়। যাত্রীরা তাৎক্ষণিক বাস থেকে নেমে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন ৫ জন যাত্রী।  তিনি জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মা দিবসের ইতিহাস

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সোমবার