তিতাসে গণডাকাতি নিরাপত্তাহীন শত শত পরিবার

তিতাসে গণডাকাতি নিরাপত্তাহীন শত শত পরিবার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের বৃদ্ধা ইব্রাহিম খলিলকে কুপিয়ে দুর্র্ধর্ষ ডাকাতি করে নগদ ২৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। সরজমিনে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ৫ মার্চ শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে শটপ্যান্ট ও মুখোশ পরিহিত ৬ জনের একটি ডাকাত দল। উপজেলার জগদপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম খলিল(৬০)এর চারচালা ঘরের দরজা লাথি মেরে ঘরের দরজা খুলে দেশীয় অস্ত্র রামদা, ছুরি, লোহার কাউয়াল নিয়ে ঘরের ভিতরে ঢুকে ৬ জনের ডাকাত দলটি ইব্রাহিম খলিলের স্ত্রী মোসাম্মৎ মানোয়ারা বেগমকে(৫৫) এলোপাতাড়ি মারধর করলে তাঁর চিৎকার শুনে স্ত্রীকে বাঁচাতে গরুর খামারের বিল্ডিং থেকে ইব্রাহিম খলিল বের হয়ে আসলে ডাকাতরা রামদা দিয়ে বৃদ্ধা ইব্রাহিম খলিলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার চারচালা ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ২ টি মোবাইল ফোন যার মূল্য ৩০ হাজার টাকা ও ১ টি চার্জ লাইট যার মূল্য ৩ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় আহত ইব্রাহিম খলিলের ছেলে রিয়াদ হাসানের স্ত্রী মোসাম্মৎ লিজা আক্তার। এদিকে আহত ইব্রাহিম খলিলের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজধানীর শ্যামলীর মক্কা মদিনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। একই সময় একই বাড়ীর মৃত রমিজ উদ্দিনের ছেলে মালয়েশিয়া প্রবাসী আবুল কাসেম এর বিল্ডিংয়ের কেচি গেইটের তালা ভেঙ্গে শট প্যান্ট ও মুখোশ পরিহিত ৮ জনের একটি ডাকাত দল বিল্ডিংয়ের প্রথম দরজাটি ভেঙ্গে ভিতরে ঢুকে তার স্ত্রী মোসাম্মৎ পারুল বেগমকে(৪৫) পিটিয়ে গুরুতর আহত করে তার কান ও গলা থেকে এবং স্টীলের আলমারি ভেঙ্গে দেড় ভরি স্বর্ণালঙ্কার, ৫ টি মোবাইল ফোন যার মূল্য-৬৩ হাজার টাকার ও নগদ-১৮ হাজার টাকা ডাকাতি করে করে নিয়ে যায় বলে জানায় মালয়েশিয়া প্রবাসী আবুল কাসেমের স্ত্রী মোসাম্মৎ পারুল বেগম। একই রাতে একই পাড়ার মৃত আব্দুর কাদিরের ছেলে মোঃ হারুন মিয়া(৩৫) এর দুচালা ঘরে দরজা লাথি মেরে শট প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের ভিতরে ঢুকে ৭ ভরি রূপা, ২ টি মোবাইল ফোন যার মূল্য-৯ হাজার ৫’শ টাকা ও নগদ-৩ হাজার টাকা ডাকতি করে নিয়ে গেছে বলে জানায় হারুন মিয়ার স্ত্রী মোসাম্মৎ রোমা আক্তার। এদিকে একই সময় একই পাড়ার মৃত জয়নাল আবেদীন সরকারের ছেলে আবু তাহের(৪৫)এর একচালা ঘরের দরজা ভঙ্গে শট প্যান্ট ও মুখোশ পরিহিত ১১-১২ জনের একটি ডাকাত দল তার হাত ও পা বেধে তাঁকে মারধর করে তার চারচালা ঘরের দরজা লোহার কাউয়াল দিয়ে খুলে ডাকাত দল ঘরের ভিতরে ঢুকে স্টীলের আলমারি ভেঙ্গে নগদ-৫ হাজার টাকা, ১০ ভরি রূপা, ১ টি স্বর্ণের আংটি, বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন মালামাল যার মূল্য-৭ হাজার টাকা,২ টি মোবাইল ফোন যার মূল্য-১৫ হাজার টাকা,৩ টি বিদেশি চার্জ লাইট যার মূল্য-৭ হাজার টাকা বাচ্চাদের বিদেশি খেলনা, ব্যবহারকৃত ১ টি দা ও ১ টি কাচি ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় আবু তাহেরের স্ত্রী মোসাম্মৎ নাছিমা বেগম। একই সময় একই বাড়ীর মৃত জয়নাল আবেদীনের ছেলে মালশিয়া প্রবাসী মোঃ বাবুল হোসেন(৩৯) এর চারচালা ঘরের দরজা লোহার কাউয়াল দিয়ে খুলে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৬ জনের একটি ডাকাত দল ঘরের ভিতরে ঢুকে তার ছেলে আরিফুল ইসলামকে(১৩) গলায় ছুরি ধরে রেখে তার মা মোসাম্মৎ শ্যামলী আক্তার(৩৩)এর কাছ থেকে স্টীলের আলমারির চাবি নিয়ে স্টীলের আলমারি খুলে নগদ-১৫ হাজার টাকা, ১ টি মোবাইল ফোন যার মূল্য-১৫ হাজার টাকা, ২ টি বিদেশী চার্জ লাইট যার মূল্য-৯ হাজার টাকা, সাড়ে চার ভরি রূপার নূপুর ও আট আনি ওজনের স্বর্ণের জিনিস কান থেকে খুলে নিয়ে যায় বলে জানায় মালয়েশিয়া প্রবাসী মোঃ আবুল হোসেনের স্ত্রী মোসাম্মৎ শ্যামলী আক্তার। এদিকে একই সময় একই গ্রামের মৃত মরম আলী প্রধানের ছিলে অবসর প্রাপ্ত নায়েক মোঃ সেলিম মেম্বার(৫৮)ঘর থেকে প্রসাব করতে বের হলে তাঁকে ৩ জন ডাকাত নারকেল গাছের সাথে পিচমড়া বেধে তার চারচালা ঘরের ভিতরে ডাকাত ডুকে তার সুকেসের ড্রয়ার লোহার কাউয়াল দিয়ে ড্রয়ারের তালা ভেঙ্গে ১ ভরি ওজনের স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোন যার মূল্য-১০ হাজার টাকা, ১টি ওয়াটার গ্রুপের হাত ঘড়ি যার মূল্য-২ হাজার টাকা ও নগদ-২৫ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে জানায় অবসর প্রাপ্ত নায়েক মোঃ সেলিম মেম্বার। একই সময় তার বড় ছেলে মোঃ মাসুদ আলম(৩৫) এর দুচালা ঘরের দরজা লাথি মরে দরজা খুলে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৩ জন ডাকাত ঘরের ভিতরে ডুকে ১টি মোবাইল ফোন যার মূল্য যার মূল্য-১ হাজার টাকা ও নগদ-৭’শ টাকা নিয়ে গেছে বলে জানায় মোঃ মাসুদ আলমের স্ত্রী মোসাম্মৎ আসমা বেগম। একই সময় তার মেজ ছেলে মাহবুব আলম(৩৩) এর দুচালা ঘরে দরজা লাথি মেরে শট প্যান্ট ও মুখোশ পরিহিত ৫ জন ডাকাত ঘরের ভিতরে ঢুকে ১টি মোবাইল ফোন যার মূল্য-২ হাজার টাকা ও নগদ-২ হাজার টাকা নিয়ে গেছে বলে জানায় মাসুদ আলমের স্ত্রী মোসাম্মৎ রোজিনা আক্তার। এদিকে তার ছোট ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৭) এর দুচালা ঘরের দরজা লাথি মেরে দরজা ভেঙ্গে শট প্যান্ট ও মুখোশ পরিহিত ৪ জন ডাকাত ঘরের ভিতরে ঢুকে তার হাত ও পা বেধে ২ টি মোবাইল ফোন যার মূল্য-১১ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে জানায় সাদ্দাম হোসেনের স্ত্রী মোসাম্মৎ শিল্পী আক্তার। একাধিক ডাকাতির ঘটনায় বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা হলে তারা বলেন, শট প্যান্ট ও মুখোশ পরিহিত ৩০-৪০ জনের একটি ডাকাত দল জগতপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামে ঢুকে দুর্র্ধর্ষ ডাকাতি করে চলে যায়।
একাধিক ডাকাতির বিষয়ে তিতাস থানার ওসি(তদন্ত) শহিদুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা করছি এবং পুলিশের টহল কঠিন আকারে জোরদার করে দিয়েছি। ডাকাতদের আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু