মিয়ানমারে পুলিশের গুলিতে ৬ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে পুলিশের গুলিতে ৬ বিক্ষোভকারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম সিএনএ। বার্তাসংস্থা এএফপি জানায়, সেন্ট্রাল মিয়ানমারে এক বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হন। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মন্দলয়ের কাছে আরও দু’জন বিক্ষোভকারী নিহত হন। তাদের একজনের মাথায় এবং অন্যজনের বুকে গুলি লেগেছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর নেত্রী অং সান সু চি-সহ অন্য বেসামরিক নেতাদের আটক করে সামরিক জান্তা ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের জনগণ। গত ২৮ ফেব্রুয়ারি মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন, দক্ষিণাঞ্চলের শহর দাওয়ে এবং উত্তরাঞ্চলের শহর মন্দলয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে ১০ জন নিহত হন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু