বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা 

বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা 
চট্টগ্রাম: সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৩০-৪০ টাকা বেশি বিক্রি করায় ২টি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  বুধবার (৩ মার্চ) নগরের ডবলমুরিং থানার সিডিএ কর্ণফুলী মার্কেটের জাহাঙ্গীর স্টোরকে ১০ হাজার টাকা ও ইসলাম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা  ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।মুহাম্মদ হাসানুজ্জামান  জানান, অভিযানে হালিশহর থানার পিসি রোডের আলমগীর স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৮ হাজার টাকা, নিউ মেহের স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, অননুমোদিত রং ও কোমলপানীয় সংরক্ষণ করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ডবলমুরিং থানার সিডিএ কর্ণফুলী মার্কেটের নূরে আলম স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।বেপারিপাড়া কাঁচা বাজারের আজম আলীর মাংসের দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।হালিশহর, চৌমুহনী এলাকার মাহমুদা ফার্মেসিকে অনিবন্ধিত বিদেশি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ২৫ হাজার টাকা জরিমানাসহ বর্ণিত ওষুধ ধ্বংস করা হয়।   জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম