৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিও প্রদর্শনীর উদ্বোধন
ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্চ মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’ এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাঘ ইকো মোটর এ প্রদর্শনীর আয়োজন করেছে।সোমবার (১ মার্চ) বিকেলে এ ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসাধারণের জন্য মার্চ মাসব্যাপী এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ চব্বিশ বছরের আন্দোলন-সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ডিজিটাল পদ্ধতিতে তৈরি ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’ এক্ষেত্রে স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ প্রাঙ্গণে মার্চ মাসব্যাপী ভিডিওটির প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদ্যোগ।স্পিকার বলেন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত জাতির পিতার ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওটি ২০১৭ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন। নতুন প্রজন্মকে আলোকিত করতে ৭ মার্চের ভাষণের পাশাপাশি জাতির পিতার অন্যান্য ভাষণগুলো বিভিন্ন প্লাটফর্ম থেকে প্রচারের উদ্যোগ গ্রহণ জরুরি। বঙ্গবন্ধু প্যাভিলিয়নের মাধ্যমে জাতির পিতার বর্ণাঢ্য জীবনের ইতিহাস ইতোমধ্যেই সংসদ প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে।ত্রিমাত্রিক ভিডিওটি তৈরির উদ্যোক্তা জেডওকে গ্রুপের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তথ্যসচিব নাসিরুদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যালস পরামর্শক সৈয়দ ইসতিয়াক হোসেন, জেডওকে গ্রুপের প্রতিনিধিরা, বাংলাদেশ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু