হারাগাছ পৌর নির্বাচনে মেয়র পদে শেষ হাসি হাসলেন বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ

হারাগাছ পৌর নির্বাচনে মেয়র পদে শেষ হাসি হাসলেন বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ার হারাগাছ পৌর সভা নির্বাচনে মেয়র পদে ত্রি-মুখি লড়াই হলেও শেষ হাসি হাসলেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মোঃ এরশাদুল হক এরশাদ।
হারাগাছ পৌরসভায় উৎসব মুখর ও শান্তি পূর্ন পরিবেশেএবারই প্রথম ইভিএম-এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বে-সরকারী ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক এরশাদ (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১৭ হাজার ২শ’ ৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মুহাঃ হাকিবুর রহমান মাষ্টার (নৌকা) প্রতীক পেয়েছেন ৭ হাজার ১শ’৭৩ ভোট। বিএনপির মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ প্রতীক পেয়েছেন ৪হাজার ৯শ’২১ ভোট। ২০ টি কেন্দ্রের মধ্যে ২/১টিতে কিছু বিশৃংখলার চেষ্টা করলেও প্রশাসন তা শক্তহাতে প্রতিহত করে। সাধারন মানুষের মাঝে দীর্ঘদিন পর ভোটরে আমেজ ফিরে পায়। রিটানিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়। কেন্দ্রের সংখ্যা ছিল ২০ টি প্রতিটি কেন্দ্রে ৯ জন আনসার ৬ জন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ছাড়াও ২ প্লাটুন বিজিবি, ৩টি পুলিশের বিশেষ টহল টিম, ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিলেন। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ৯ টি পদের বিপরীতে ৪৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ৩ টি পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৯ হাজার ১৭ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার ২৫৩২৪ এবং পুরুষ ভোটার ২৩৬৯৩ জন।

 

 

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু