দেশজুড়ে সড়কে ঝরলো ১৮ প্রাণ

দেশজুড়ে সড়কে ঝরলো ১৮ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গতকাল শুক্রবার সড়কে ঝরেছে ১৮ প্রাণ। এরমধ্যে সিলেটেই মারা গেছে আটজন। এনিয়ে আমাদের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর এলাকায় গতকাল শুক্রবার সকাল ৭ টায় ঢাকা থেকে আগত এনা পরিবহনের সাথে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হওয়া লন্ডন এক্সপ্রেসের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এনা পরিবহন বাসের ড্রাইভার, সুপারভাইজার, হেলপারসহ মোট আরোহী ছিল ১১ জন। লন্ডন এক্সপ্রেস বাসের ড্রাইভার সুপারভাইজার ও হেলপারসহ মোট আরোহী ছিল ৩১ জন। দুই বাসে সর্বমোট ছিলো ৪২ জন। এর মধ্যে নিহত ৭জন থেকে ৩জন এনা পরিবহনের। চালক, সুপারভাইজার, হেলপার ও ১জন লন্ডন এক্সপ্রেসের চালক, আরো ৩ জনের মধ্যে লন্ডন এক্সপ্রেসের যাত্রী ১জন ও এনা পরিবহনের যাত্রী ২জন। সর্বমোট ৮জন নিহত হয়। আহত প্রায় সকলেই কম-বেশি মারাত্মকভাবে জখম হয়েছেন। গুরুতর আহত ১৫জনকে ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মেডিকেল সূত্রে জানা যায়। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এনা পরিবহনের ড্রাইভার মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), হেলপার জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। বাকীদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুই বাসের চালকও রয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাক-অটোটেম্পুর ত্রিমুখী সংঘর্ষে অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকচাপায় শহিদুল ইসলাম কায়সার রনি (৩০) ও জাহিদ হাসান রাসেল (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় আব্দুর রহমান সোহাগ (১৮) নামের এক টমটমচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে শিমুল বিশ্বাস (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল প্রতিনিধি : বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা