মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২

মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২
গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক উল্টে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাকচালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ট্রাকের শ্রমিক শাহিন (২৫)।  পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চরপ্রসন্নদী ব্রিজের কাছে বরিশালগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক সজীব ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন ট্রাকের শ্রমিক শাহিনসহ দু’জন গুরুতর আহত হন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।   মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া