মাগুরায় গড়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ উপমন্ত্রী

মাগুরায় গড়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ উপমন্ত্রী
মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা দিয়ে প্রবাহমান গড়াই নদীর লাঙ্গলবাঁধ, কালিনগর, দোরাননগর, চরচৌগাছী, ঘষিয়াল, আমলসারসহ বিভিন্ন এলাকার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই এলাকা পরিদর্শন করেন তিনি।এ সময় উপমন্ত্রী লাঙ্গলবাঁধে স্থানীয় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জানান, মাগুরার শ্রীপুরের গড়াই নদীর ভাঙন প্রতিরোধে নদী পাড়ের ৮.৬ কিলোমিটার এলাকার সংরক্ষণ বাঁধ নির্মাণ ও ৪.৭ কিলোমিটারের খনন কাজে ৮১৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মার্চ মাসের মধ্যে এটি একনেকে অনুমোদন হওয়ার প্রত্যাশার কথা জানান তিনি।শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আল মেহেদী, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, বিএনপির নেতারা করোনা ভাইরাসের টিকা নিয়ে নানা কথা বলে এখন নিজেরাই মুখ লুকিয়ে টিকা গ্রহণ করছে। তাদের হাওয়া ভবনের কথা মানুষ ভুলে যায়নি। তারেক জিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দয়ায় এখন তিনি গুলশানের বাসায় বসবাস করছেন। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নানভাবে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। বাংলার মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এখন নিজ দলের লোকেরা তাদের বিশ্বাস করে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক