কঙ্গো নদীতে ৭০০ যাত্রীবাহী নৌকা উল্টে নিহত ৬০

কঙ্গো নদীতে ৭০০ যাত্রীবাহী নৌকা উল্টে নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে একটি নৌকা উল্টে অন্তত ৬০ জন নিহত এবং কয়েক শত যাত্রী নিখোঁজ হয়েছেন।ডিআরসি সরকারের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।সোমবার (১৫ ফেব্রুয়ারি) ডিআরসির মানুষ সম্পর্কিত কার্যক্রমের মন্ত্রী স্টিভ মবিকায়ি জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির মাই-নদোমবে প্রদেশের লঙ্গোলা একোটি গ্রামের কাছেই প্রায় সাতশ’ যাত্রীসহ একটি নৌকা উল্টে নদীতে ডুবে যায়।মবিকায়ি জানান, ঘটনার পর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৬০টি মরদেহ এবং তিনশ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে।ডিআরসিতে প্রায়ই নৌকা দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ জলযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নেওয়া হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন