ওয়েবম্যাট্রিক্স র‌্যাংকিংয়ে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

ওয়েবম্যাট্রিক্স র‌্যাংকিংয়ে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়: স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবম্যাট্রিক্স র‌্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক র‌্যাংকিং থেকে এ তথ্য জানা যায়। এতে দেখা যায়, বাংলাদেশের ১৭৩টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এতে স্থান পেয়েছে। দেশে অবস্থান শীর্ষে হলেও আন্তর্জাতিকভাবে ঢাবির অবস্থান ১৬৩৪তম। বুয়েটের অবস্থান ১৭০২।
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রযেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), চতুর্থ স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পঞ্চম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ষষ্ঠস্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সপ্তম স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, নবম স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দশম স্থানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এর আগে কিউএস র‌্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হয়। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার উপরে। অবস্থান ১৩৪। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট) এর অবস্থান ১৯৯। তালিকায় থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০তম), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০তম)।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু