বোমা ফাটিয়ে কেন্দ্র দখল, বিএনপির ভোট বর্জন

বোমা ফাটিয়ে কেন্দ্র দখল, বিএনপির ভোট বর্জন
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পৌরসভা নির্বাচনের ভোট শেষ হওয়ার আগেই ভোট বর্জন করেছে বিএনপি।রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভোটের আগের রাত থেকেই পৌরসভার প্রায় সব ভোটকেন্দ্র দখল নেয় আওয়ামী লীগের লোকজন। ভোটের দিন সকাল থেকেই ধানের শীষের পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেয় এবং ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্র থেকেই ধানের শীষের এজেন্টদের বের করে দেয় তারা। ধানের শীষের কর্মী সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং সাধারণ ভোটার যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে তাদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করেছে। এসব অনিয়মের বিষয়ে প্রতিকার পেতে বারবার প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই প্রহসনের এক তরফা এ নির্বাচনের ফলাফল বর্জন করতে আমরা বাধ্য হয়েছি।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

পুঁজিবাজারে সূচকের বড় পতন