তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
ভারতের তামিলনাড়ুর ভিরুধুনগরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার একটি ব্যক্তি মালিকানাধীন আতশবাজি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ করেই বোমা ফাটার মতো আওয়াজ হয় কারখানাটিতে। তারপরেই আগুন ধরে যায় তামিলনাড়ুর ভিরুধুনগরের আতশবাজি তৈরির কারখানায়। কারখানার ভেতরে প্রচুর পরিমাণে আতশবাজি তৈরির দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ছুটে যায় দমকল বাহিনীর কয়েকটি ইঞ্জিন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।স্থানীয় পুলিশ জানিয়েছে, সকাল থেকেই আতশবাজি তৈরি হচ্ছিল কারখানায়। হঠাৎ আগুন ধরে যায় কারখানাটিতে। এতবেশি দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল যে আগুন বিধ্বংসী চেহারা নেয়। যে শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন তারা অনেকেই বের হয়ে আসতে পারেননি। আটকে পড়েন অনেকেই।এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হিন্দিতেই দেশে মুক্তি পাবে ‘পুষ্পা ২’

এমন কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে: সাবেক সেনাপ্রধান আজিজ